করোনার সময়ে কেন মুম্বাই ছাড়লেন সানি লিওন?
বলিউড অভিনেত্রী সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে রয়েছেন তিনি। করোনার এই প্রাদুর্ভাবের মধ্যেই গত মাসে হঠাৎ করে মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন সানি লিওন?
এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘প্রায় ৩৯ ঘণ্টা ভ্রমণ শেষে এখানে পৌঁছেছি। অনেক ক্লান্তির একটি ভ্রমণ সত্ত্বেও সবকিছু ঠিকঠাক ছিল এবং বাচ্চারা ঠিক মতো ঘুমিয়েছিল। ব্যক্তিগতভাবে আমার মুম্বাই ছাড়তে খুব কষ্ট হয়েছে। বিশ্বাস করুন, আমি এর পক্ষে ছিলাম না। এজন্য সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। কিন্তু ড্যানিয়েলের মা ও পরিবারের সঙ্গে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। অন্য সবার মতো তারাও চাইছিলেন প্রিয়জনরা পাশে থাকুক।’
লস অ্যাঞ্জেলেসে তার কাজের কোনো পরিকল্পনা রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্থানীয় ইন্ডাস্ট্রিতে আমার কিছুই করার নেই। আর আমি বেশি কিছু জানিও না। আমাদের কিছু সঞ্চয় ছিল তা দিয়েই ভালোভাবে চলতে পারছি।’
কবে নাগাদ মুম্বাই ফিরবেন জানতে চাইলে ‘রাগিনি এমএমএস’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি আগেই বলেছি, মুম্বাইয়ের বাড়ি ছেড়ে আসার ইচ্ছা ছিল না। ফেরার বিষয়টি নির্ভর করছে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে কবে চালু হবে তার ওপর। চালু হলেই ফিরব। আমরা চাই, পরবর্তী ফ্লাইটেই যেন ভারতে ফিরতে পারি।’
ঢাকা/মারুফ
রাইজিংবিডি.কম