ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ঘুরতে বেরিয়ে তোপের মুখে সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঘুরতে বেরিয়ে তোপের মুখে সাইফ-কারিনা

বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর। করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউনের পুরো সময়ে ছেলে তৈমুরকে নিয়ে ঘরে কাটিয়েছেন তারা। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ঘুরতে বের হয়ে তোপের মুখে পড়েছেন সাইফ-কারিনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, করোনা মহামারির এই সময়েও মাস্ক ও অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় বের হন এই তারকা জুটি। এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তারা।

তাদের ছবি ও ভিডিওর নিচে অনেকেই সমালোচনা করে মন্তব্য করেছেন। একজন প্রশ্ন করেছেন, ‘সাইফের মাস্ক কোথায়?’ অন্য একজন লিখেছেন, ‘স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন? কোনো মাস্ক নেই, তাদের দেখে মনে হচ্ছে ভারতে করোনা নেই। কেউ তাদের সচেতন করুন।’

এছাড়া কেউ কেউ মনে করছেন, তারকা পরিবার হয়েও এভাবে বাহিরে এসে সমাজের মানুষকে ভুল বার্তা দিচ্ছেন সাইফ-কারিনা।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়