ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কবে ‍মুক্তি পাবে সালমানের ‘রাধে’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কবে ‍মুক্তি পাবে সালমানের ‘রাধে’?

রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমার পোস্টার

সালমান খান অভিনীত সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। শোনা যাচ্ছে, এখন দীপাবলি উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। একটি সূত্র মিড-ডে পত্রিকায় বলেন, ‘প্রথমে সালমান খান ও দিশা পাটানি একটি গানের শুটিং করবেন। আজারবাইজানে এটির শুটিংয়ের কথা থাকলেও এখন মুম্বাইয়ের একটি স্টুডিওতে হবে। এছাড়া কিছু প্যাচ ওয়ার্ক বাকি আছে। নির্মাতারা দীপাবলিতে এটি মুক্তির কথা ভাবছেন।’

সিনেমাটিতে আরো অভিনয় করছেন— জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। পরিচালনায় আছেন প্রভুদেবা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং-থ্রি’র পর সালমানের সঙ্গে এই নির্মাতার এটি তৃতীয় সিনেমা।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’র পর ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার শুটিং শুরু করবেন সালমান। এতে তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে। এটি পরিচালনা করবেন ফরহাদ সামজি। এই সিনেমা প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘বর্তমানে সিনেমার টিম শুটিংয়ের তারিখ নিয়ে কাজ করছে। এটি পুরোটাই সালমানকে কেন্দ্র করে। এবারের ঈদে তিনি ভক্তদের সামনে আসতে পারেননি। ২০২১ সালের ঈদে তিনি এই সিনেমা ভক্তদের উপহার দিতে চান।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়