ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

টাইগার-আলিয়ার নাচ দেখে কষ্ট পেয়েছিলেন অনন্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টাইগার-আলিয়ার নাচ দেখে কষ্ট পেয়েছিলেন অনন্যা

অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে অনন্যার রসায়ন দর্শকের মন জয় করে।

তবে টাইগারের ওপর একটি বিষয়ে নাখোশ ছিলেন অনন্যা। সিনেমার ‘দ্য হুক আপ’ গানটিতে আলিয়া ভাটের সঙ্গে এই অভিনেতার নাচ দেখে কষ্ট পেয়েছিলেন তিনি।  এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, বিষয়টি হচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান আমার প্রিয়, তাই তাদের সঙ্গে নাচের সুযোগ পেলে আমিও খুশি হতাম। কিন্তু টাইগার যখন আলিয়ার সঙ্গে নাচের সুযোগ পায় আমি কষ্ট পেয়েছি। কারণ সবাই জানে আলিয়া আমার কত প্রিয়! আমি সেটে গিয়ে বসে থাকতাম আর তাদের নাচের শুটিং দেখতাম। পুণিত মালহোত্রার (পরিচালক) দিকে তাকিয়ে মনে মনে বলতাম, আমাকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবেও তো রাখতে পারত!’

বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘ফাইটার’ সিনেমার শুটিং করছিলেন অনন্যা। করোনাভাইরাসের কারণে আপাতত শুটিং বন্ধ রয়েছে। এছাড়া সকুন বাত্রার একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী।

দীপিকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে চাংকি কন্যা বলেন, ‘তিনি একজন স্টার, আমাকে ছাপিয়ে যাবেন— এমন কিছু মনে হয়নি। মনে হচ্ছে বন্ধুর সঙ্গে কাজ করব। দীপিকা বাহিরে যতটা সুন্দর, ভেতরে তার চেয়ে বেশি সুন্দর।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়