ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

মালাইকার বিল্ডিংয়ে করোনার হানা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মালাইকার বিল্ডিংয়ে করোনার হানা

মালাইকা আরোরা

বলিউড অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব মালাইকা আরোরা। মুম্বাইয়ের বান্দ্রায় এই অভিনেত্রী যে বিল্ডিংয়ে থাকেন সেখানে করোনা রোগী শনাক্ত হয়েছে।

জানা গেছে, গত ৮ জুন বিল্ডিংয়ের একজন বাসিন্দার করোনা টেস্টের ফল পজিটিভ আসে। এরপর পুরো বিল্ডিংটি স্যানিটাইজ করা হয়। পরবর্তী সময়ে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) থেকে বিল্ডিংটি সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ব্যানারে এই বিল্ডিংকে ‘কনটেইনমেন্ট জোন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে অভিনেতা ভিকি কৌশল, অঙ্কিতা লোখান্ডে, শিবিন নারাংয়ের বিল্ডিংয়ে করোনা রোগী ধরা পড়ায় তা সিল করে দেওয়া হয়েছিল।

এদিকে ভারতে লকডাউন শুরুর পর থেকেই স্বেচ্ছায় আইসোলেশনে আছেন মালাইকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের লকডাউন জীবনের ছবি পোস্ট করেন তিনি। তার সঙ্গে রয়েছেন ছেলে আরহান।

সনি টিভির ‘ইন্ডিয়ান্স বেস্ট ড্যান্সার’র নিয়ে ব্যস্ত মালাইকা আরোরা। গত ২৯ ফেব্রুয়ারি এই ড্যান্স রিয়েলিটি শোয়ের প্রথম পর্ব প্রচার হয়। করোনাভাইরাসের কারণে আপাতত এর শুটিং বন্ধ রয়েছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়