ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

রাহুল-সন্দীপ্তার প্রেমের পালে নতুন হাওয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাহুল-সন্দীপ্তার প্রেমের পালে নতুন হাওয়া

রাহুল ব্যানার্জি, সন্দীপ্তা সেন

‘এভাবে পাঁচ মিনিট থাকলে রেস্ট ইন পিস হয়ে যাবি!’—ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সন্দীপ্তা সেন সুইমিংপুলে সাঁতার কাটার একটি ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। আর তাতে এমন উদ্বেগ ও আন্তরিক মন্তব্য করেছেন টলিউড সিনেমার অভিনেতা রাহুল ব্যানার্জি।

সন্দীপ্তার ছবিতে রাহুলের এমন মন্তব্যকে কেন্দ্র করে তাদের প্রেমের পালে নয়া করে হাওয়া লেগেছে। নেটিজেনরা বলছেন—‘সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়’। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু পোস্ট থেকে রাহুলের মন্তব্য যত্ন করে মুছে ফেলায় আরো গাঢ় হয়েছে এই গুঞ্জনের মেঘ।

অনেক দিন ধরেই রাহুল-সন্দীপ্তার প্রেমের গুঞ্জন টলিপাড়ায় উড়ছে। মেগা ধারাবাহিক ‘আয় খুকু আয়’-এ রাহুলের বিপরীতে অভিনয় করেন সন্দীপ্তা। সিরিয়ালটি বন্ধ হওয়ার পর বিদেশ ভ্রমণে গিয়েছিলেন সন্দীপ্তা। কিন্তু টলিপাড়ার বাতাসে বইছিল—ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রীর সঙ্গে নাকি তার ‘বিশেষ বন্ধু’ রাহুল ব্যানার্জিও ছিলেন।

রাহুল ভালোবেসে সংসার বেঁধেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। এ সংসারে সহজ নামে এক পুত্রসন্তান রয়েছে। কিন্তু সর্বশেষ বিবাহবিচ্ছেদ ঘটে রাহুল-প্রিয়াঙ্কার। তাদের বিচ্ছেদের অন্যতম কারণ সন্দীপ্তা বলেও অভিযোগ রয়েছে।

শুধু তাই নয়, রাহুল-সন্দীপ্তা বিয়ে করেছেন বলেও চলতি বছরের শুরুতে গুঞ্জন উঠেছিল। যদিও এমন খবরে রাহুল যেন আকাশ থেকে পড়েন। তার ভাষায়, ‘বিয়ে! সন্দীপ্তার সঙ্গে সম্পর্কের কথাই তো স্বীকার করিনি। আর সেখানে বিয়ের তো প্রশ্নই ওঠে না।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়