ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন

সুশান্ত সিং রাজপুত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ (১৫ জুন) বিকাল ৫টার দিকে মুম্বাইয়ের ভিলে পার্লেতে পবনহংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

চিরবিদায়ের এই অনুষ্ঠানের সব নিয়মকানুন পালন করেন সুশান্তের দুই বোন এবং বাবা। স্বাস্থ্যবিধি মেনে এসময় ২০জন উপস্থিত থাকার অনুমতি পেয়েছিলেন।

ছেলের শেষকৃত্যের জন্য আজ সকালে মুম্বাইয়ে পৌঁছান সুশান্তের বাবা কৃষ্ণকুমার সিংহ এবং পরিবারের সদস্যরা। গতকাল রোববার রাতে কুপার হাসপাতালে সুশান্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়। শেষকৃত্যের আগ পর্যন্ত সুশান্তের মরদেহ ওই হাসপাতালেই রাখা হয়েছিল। মুম্বাইয়ে নেমেই হাসপাতালে ছুটে যান সুশান্তের পরিবার। হাসপাতালে হাজির হয়েছিলেন এ অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীও।

আজ বিকেলে হাসপাতাল থেকে পবনহংস শ্মশানে নিয়ে যাওয়া হয় সুশান্তের মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে হাজির হয়েছিলেন বলিউডের অনেকেই। এ তালিকায় রয়েছেন—শ্রদ্ধা কাপুর, রণবীর সুরি, বিবেক ওবেরয়, কৃতী স্যানন, একতা কাপুর প্রমুখ। কিন্তু তাদেরকে শ্মশানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

সুশান্তের মৃত্যু নিয়ে নানা রহস্য দানা বেঁধেছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এদিকে ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। মুম্বাইয়ের কুপার হাসপাতালে তিনজন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত সম্পন্ন করেন। রিপোর্টে বলা হয়, ঝুলে পড়ার কারণে দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়