ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

‘দাবাং’ পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন আরবাজ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ১৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘দাবাং’ পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন আরবাজ

অভিনব কাশ্যপ ও আরবাজ খান

‘দাবাং’ সিনেমাখ্যাত পরিচালক অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন অভিনেতা-নির্মাতা আরবাজ খান।

সম্প্রতি হতাশায় ভুগে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইন্ডাস্ট্রির নানা অসঙ্গতি তুলে ধরেন অভিনব। পাশাপাশি সালমান, আরবাজ ও সোহেল খানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, বলিউডে ক্যারিয়ার নষ্টসহ বেশকিছু গুরুতর অভিযোগ তোলেন।

যদিও আরবাজের দাবি, গুজব ছড়াচ্ছেন অভিনব কাশ্যপ। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বোম্বে টাইমসকে নিশ্চিত করেছেন আরবাজ।

আরো পড়ুন: সালমানের পরিবারের বিরুদ্ধে নির্মাতার গুরুতর অভিযোগ

এছাড়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফেসবুকে তার এই পোস্টের আগেই আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। তার আগের একটি পোস্টের পরিপ্রেক্ষিতে সেটি করা হয়েছে। দাবাং-টু সিনেমার পর থেকে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা পেশাগত দিক থেকে আলাদা হয়েছিলাম। জানি না এই কথাগুলো কোথা থেকে আসছে। আমরা আইনি ব্যবস্থা নিব।’

তবে এ বিষয়ে সালমান খান এখনো কোনো মন্তব্য করেননি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়