ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সুশান্তের বিষয়ে জবানবন্দি দিলেন রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুশান্তের বিষয়ে জবানবন্দি দিলেন রিয়া

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় জবানবন্দি দিয়েছেন তার কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তী।

গত ১৪ জুন নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত। তার এই আত্মহত্যার পেছনে কারণ অনুসন্ধান করছে বান্দ্রা পুলিশ। এরই ধারাবাহিকতায় রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) জবানবন্দি দিতে বান্দ্রা থানায় যান রিয়া। তার সঙ্গে আরো দুজন ব্যক্তি ছিলেন। রিয়া সিনিয়র পুলিশ অফিসার নিখিল কাপসে এবং এসিপি দাতাতরে ভারগুড়ের সঙ্গে দেখা করেন। এক ঘণ্টা পর তদন্ত কর্মকর্তা তার জবাববন্দি রেকর্ড করেন। ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

এর আগে সুশান্তের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যসহ এগারো জনের জবানবন্দি নিয়েছে পুলিশ। তবে সুশান্তের বাবা ও তিন বোন তাদের জবানবন্দিতে কারো বিরুদ্ধে অভিযোগ করেননি বলে জানা গেছে।

সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ও কাস্টিং ডিরেকটর মুকেশ ছাবড়া গতকাল (১৭ জুন) জবানবন্দি দিয়েছেন। সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’র পরিচালকও তিনি। চলতি বছর মে মাসে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সম্ভব হয়নি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জবানবন্দিতে মুকেশ জানিয়েছেন, সুশান্তের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এজন্য একসঙ্গে ‘দিল বেচারা’ নির্মাণ করেছেন। তবে এই অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সুশান্ত তার সঙ্গে চিত্রনাট্যের বিষয়ে আলোচনা করতেন, ভিডিও গেম খেলতেন ও জ্যোতির্বিদ্যা নিয়ে আগ্রহ ছিল বলে জানিয়েছেন। মুকেশ জানান, পড়ালেখা, জ্যোতির্বিদ্যা চর্চা ও গেম খেলার সময় সুশান্ত তার ফোন ধরতেন না। গত ২৭ মে সুশান্ত তাকে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

গত সোমবার (১৫ জুন) মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, সুশান্তের আত্মহত্যার বিষয়ে সবদিক থেকে তদন্ত হবে। এমনকি পেশাগত কোনো শত্রুতা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখবে পুলিশ।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়