ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

অভিনয়ে আগ্রহী ইরফান পুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ১৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অভিনয়ে আগ্রহী ইরফান পুত্র

ইরফান খান ও বাবিল

বলিউড অভিনেতা ইরফান খান। দীর্ঘদিন নিউরোন্ডোক্রেইন রোগে ভুগছিলেন তিনি। গত ২৯ এপ্রিল না ফেরার দেশে চলে যান বরেণ্য এই অভিনেতা।

ইরফানের বড় ছেলে বাবিল। বাবার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন। সম্প্রতি সিনেমায় অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন ইরফান পুত্র।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন বাবিল। এর ক্যাপশনে লেখেন, ‘ওহ মাই গড, তুমি দেখতে তোমার বাবার মতো!’

ইরফান পুত্রের এই পোস্টের নিচে একজন মন্তব্য করে লেখেন, ‘হ্যাঁ, আপনি তার মতো এবং সুন্দর দিন কাটাচ্ছেন এজন্য ধন্যবাদ।’ অপর একজন প্রশ্ন করেন, ‘আপনি কি অভিনয় করতে চান? নাকি অন্য কোনো স্বপ্ন আছে!’

এই প্রশ্নের উত্তরে বাবিল লেখেন, ‘আশা করছি আমার মন যা চাইবে সেটিই করব। অভিনয়, সংগীত, প্রযোজনা এবং ফিজিক্স নিয়ে কিছু করার আগ্রহ রয়েছে। এগুলোই আমার ইচ্ছা।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়