ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সোনু সুদের ভক্ত হয়ে গেছি: শক্তি কাপুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সোনু সুদের ভক্ত হয়ে গেছি: শক্তি কাপুর

সোনু সুদ ও শক্তি কাপুর

বলিউড অভিনেতা সোনু সুদ। করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরুর পর থেকেই নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। তবে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিক, যারা লকডাউনে মুম্বাইয়ে আটকা পড়েছিলেন তাদের বাড়ি ফিরিয়ে প্রশংসা পাচ্ছেন সোনু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। তিনি বলেন, ‘আমি সোনু সুদের অনেক বড় ভক্ত হয়ে গেছি। সে সত্যিই মন থেকে এটি করছে। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সে রাজনীতিতে যোগ দিচ্ছে না। যা করছে মহৎ উদ্দেশ্য। সে খুবই সাধারণ ফ্যামিলি ম্যান। শ্রমিকদের দুঃখ দুর্দশা দেখে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি খুবই প্রশংসনীয়। অনেক মানুষকে বাড়ি পাঠিয়েছে। এখন সরকারও তার সঙ্গে আছে এবং সে তার সুন্দর কাজটি চালিয়ে যাচ্ছে। তাকে স্যালুট জানাই।’

তিনি আরো বলেন, ‘অনেকেই অসহায় মানুষদের আর্থিকভাবে সাহায্য করেছেন। কিন্তু এই শ্রমিকদের সুরক্ষিতভাবে বাড়ি ফেরাতে কেউ তাদের পাশে দাঁড়ায়নি।’

বর্তমানে বাড়িতেই কাটছে শক্তি কাপুরের সময়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবারের সবাই সবসময় ব্যস্ত থাকে। আমার স্ত্রী, সন্তান ও আমি কাজে ব্যস্ত থাকি। পরস্পরের সঙ্গে কাটানোর সময়ই পেতাম না। এখন আমরা একসঙ্গে অনেক সময় কাটাচ্ছি। একসঙ্গে বসে গল্প এবং আমাদের অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করি। আমরা ইতিবাচক চিন্তা ও কাজ করি।’

এই অভিনেতা বলেন, ‘আমার ছেলে সিদ্ধান্ত কাপুর এখন পর্যন্ত দুই লাখ মাস্ক বিতরণ করেছে। তার ঘরে শুধুই প্যাকেট। এজন্য সে কোনো প্রচার চায়নি। আমার ছেলে সোনুর মতোই কাজ করছে এবং সোনুর কাজের জন্যও সে গর্ববোধ করে।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়