ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পারিশ্রমিক কমাচ্ছেন রাকুল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পারিশ্রমিক কমাচ্ছেন রাকুল

রাকুল প্রীত সিং

জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। শোনা যাচ্ছে, সিনেমায় তার পারিশ্রমিক কমাচ্ছেন এই অভিনেত্রী।

করোনার কারণে বেশ কিছুদিন ধরে সিনেমার শুটিং বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং ‍শুরু হবে। এজন্য ক্ষতির মুখে পড়তে হচ্ছে নির্মাতাদের। আর এই ক্ষতি পুষিয়ে দিতেই তার পরবর্তী সিনেমাগুলোর জন্য ৫০ শতাংশ পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন রাকুল।

যদিও রাকুল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে একটি সূত্র জানিয়েছে, এখন প্রতি সিনেমায় রাকুলের পারিশ্রমিক ৭৫ লাখ রুপি কমবে।

রাকুলের পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন তিনি। অর্জুন কাপুরের বিপরীতে ‘চালে চালো’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তামিল ভাষার ‘আয়ালান’ ও ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন রাকুল। ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় আরো অভিনয় করছেন কমল হাসান, কাজল আগরওয়াল প্রমুখ।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়