ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

একসঙ্গে হৃতিক-প্রভাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
একসঙ্গে হৃতিক-প্রভাস

হৃতিক রোশান ও প্রভাস

‘বাহুবলি’ সিনেমাখ্যাত তারকা প্রভাস ও বলিউড সুপারস্টার হৃতিক রোশান। এবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় এই দুই অভিনেতা।

সম্প্রতি গুঞ্জন শোনা যায়, প্রভাসকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চাইছেন ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমাখ্যাত নির্মাতা ওম রাউত। ইতোমধ্যে এই অভিনেতাকে প্লট শুনিয়েছেন তিনি। প্রভাস এটি পছন্দও করেছেন। খুব শিগগির চিত্রনাট্যের কাজ শেষ হবে।

এরই মধ্যে নতুন গুঞ্জন— বড় বাজেটের এই সিনেমায় প্রভাসের পাশাপাশি অভিনয় করবেন হৃতিক রোশান। যদিও এই বিষয়ে নির্মাতা এবং এই দুই অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তবে প্রভাস ও হৃতিককে নিয়ে সিনেমার গুঞ্জন এটিই প্রথম নয়। এর আগে প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে তৈরি সিনেমায় তাদের অভিনয়ের গুঞ্জন শোনা যায়। তবে এখন পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি এটি। তবে হৃতিকের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ওয়ার’ ব্লকবাস্টার হয়। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন টাইগার শ্রফ।

প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়া নাগ অশ্বিনের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘প্রভাস ২০’। অন্যদিকে ‘কৃষ ফোর’ সিনেমায় দেখা যাবে হৃতিক রোশানকে। এটি পরিচালনা করবেন এই অভিনেতার বাবা রাকেশ রোশান।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়