ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

তাপসীর প্ল্যান বি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তাপসীর প্ল্যান বি

করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সিনেমার শুটিং। অভিনয়শিল্পীরা ঘরে বসেই সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন কাজ না থাকাই অনেকেই আর্থিক অনিশ্চতায় ভুগছেন। বিকল্প পেশাও বেছে নিয়েছেন কেউ কেউ।

অভিনেত্রী তাপসী পান্নু। বলিউড সিনেমায় এখন নিয়মিত তিনি। এছাড়া একটি ওয়েডিং প্ল্যানিং প্রতিষ্ঠান আছে তার। পাশপাশি ভারতের প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের একটি দলের মালিক এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ক্যারিয়ারে প্ল্যান বি বা বিকল্প পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্ল্যান বি থাকাটা খুবই জরুরি। এটি আমাদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বিরত এবং মানসিকভাবে নিশ্চিন্ত রাখে।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি। আমি সবসময়ই আত্মবিশ্বাসী— যদি ইন্ডাস্ট্রিতে কিছু না হয় কোনো ইঞ্জিনিয়ারিং জব শুরু অথবা এমবিএ করব। আমার বিনিয়োগগুলো বিকল্প হিসেবে নয়, বরং যখন মূল কাজ নিয়ে খুব চাপে থাকি এটি আমাকে মনোযোগ অন্য দিকে নিতে সাহায্য করে। তবে বিকল্প হিসেবে ব্যবসাও খুবই ভালো।’

তাপসী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থাপ্পড়’। ‘হাসিনা দিলরুবা’ ও ‘জন গণ মন’ সিনেমায় দেখা যাবে তাকে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়