ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

রাকুলের সাহসী সিদ্ধান্ত  

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাকুলের সাহসী সিদ্ধান্ত  

চলচ্চিত্রের গল্পে পতিতা চরিত্রে শরীরী সৌন্দর্য উপস্থাপন করার সুযোগ যেমন থাকে, তেমনি অভিনয় দক্ষতার প্রমাণ দেওয়ারও দারুণ সুযোগ রয়েছে।

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, টাবু, প্রিয়াংকা চোপড়া, বিদ্যা বালান পতিতা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন। এবার গুঞ্জন উঠেছে, দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাকুল প্রীত সিং বলিউডের একটি সিনেমায় পতিতা চরিত্রে অভিনয় করবেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাকুল তার পরবর্তী সিনেমায় পতিতা চরিত্রে অভিনয়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ের পতিতা পল্লীর সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হবে নাম ঠিক না হওয়া এ সিনেমা। এরই মধ্যে রাকুল সিনেমাটিতে কাজের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন।

রাকুলের পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন তিনি। অর্জুন কাপুরের বিপরীতে ‘চালে চালো’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তামিল ভাষার ‘আয়ালান’ ও ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন রাকুল। ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় আরো অভিনয় করছেন—কমল হাসান, কাজল আগরওয়াল প্রমুখ।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়