ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রিয়াকে হুমকি, স্ক্রিনশট প্রকাশ করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রিয়াকে হুমকি, স্ক্রিনশট প্রকাশ করলেন অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই এই অভিনেতার ভক্তদের রোষানলে অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এমনকি তাকে হত্যা ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি হুমকির স্ক্রিনশট প্রকাশ করেছেন রিয়া। এতে লেখা রয়েছে, ‘তোমাকে ধর্ষণ ও হত্যা করা হবে। আত্মহত্যা করো নইলে আজ অথবা কাল তোমাকে হত্যা করতে লোক পাঠাব।’

এই পোস্টের ক্যাপশনে রিয়া চক্রবর্তী রিখেছেন, ‘আমাকে লোভী বলা হয়েছে, আমি চুপ থেকেছি। আমাকে হত্যাকারী বলা হয়েছে, আমি চুপ থেকেছি। কিন্তু আমি নীরব আছি মানেই আত্মহত্যা না করলে আমাকে ধর্ষণ ও হত্যা করা হবে এটি বলার অধিকার কে দিয়েছে?’

সাইবার সেলকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনি যা বলেছেন তা কি বুঝতে পেরেছেন? এগুলো অপরাধ এবং আইন অনুযায়ী কাউকেই, আমি আবারো বলছি কাউকেই এই ধরনের হয়রানি করা উচিত নয়। আমি সাইবার ক্রাইম হেল্পলাইন ও সাইবার ক্রাইম ইন্ডিয়াকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি। যথেষ্ট হয়েছে।’

বলিপাড়ায় সুশান্ত ও রিয়ার প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। প্রায়ই একসঙ্গে দেখা যেতো তাদের। এমনকি একই ফ্ল্যাটে থাকতেন তারা। এই জুটি বিয়ের পরিকল্পনা করেছিলেন বলেও গুঞ্জন শোনা যায়। কিন্তু সুশান্তের মৃত্যুর পর মহেশ ভাটের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠ কিছু ছবি ভাইরাল হয়। এছাড়া মহেশ ভাট নাকি রিয়াকে সুশান্তের জীবন থেকে সরে যেতে বলেছিলেন। এরপর এই অভিনেত্রীর ওপর চটেছেন সুশান্ত ভক্তরা। অনেকে ‘কাই পো চে’ সিনেমাখ্যাত এই অভিনেতার মৃত্যুর জন্য রিয়াবে দায়ি করছেন।

 

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়