ইরফান খানের চিঠি (ভিডিও)
প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের চিঠি নিয়ে নির্মিত হয়েছে নতুন ধরনের অডিও ভিজুয়্যাল।
এটি নির্মাণ করেছেন ঢাকার সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ সাইফুল জার্নাল, শরিফুল ইসলাম ও হীরা চৌধুরী। ‘ইরফান খানের চিঠি’ নামে এ অডিও ভিজুয়্যালটি গতকাল (১৬ জুলাই) জংলি হাওয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
ইরফান খানের লেখা কবিতার ভাবানুবাদ করেছেন তিতাস মাহমুদ। এটি উৎসর্গ করা হয়েছে—ইরফান খান, বাংলাদেশের নন্দিত লেখক হুমায়ূন আহমেদ এবং কিংবদন্তি গায়ক এন্ড্রু কিশোরসহ ক্যানসারের কাছে হেরে যাওয়া সব মানুষের উদ্দেশ্যে।
১১ মিনিট ২ সেকেন্ড দৈর্ঘ্যের এই অডিও ভিজ্যুয়ালে ইরফান খানের কবিতাটি আবৃত্তি করেছেন হীরা চৌধুরী। সংগীতায়োজন করেছেন শরিফুল ইসলাম। চলচ্চিত্রায়ণ করেছেন সাইফুল জার্নাল।
নিউরোন্ডোক্রেইন রোগে ভুগছিলেন ইরফান খান। ২০১৮ সালে প্রথম এই রোগে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। কোলন ইনফেকশনের কারণে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। গত ২৯ এপ্রিল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরণ্যে এই অভিনেতা।
দেখুন:
ঢাকা/শান্ত
রাইজিংবিডি.কম