ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

অন্তরঙ্গ হবেন না আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫১, ১৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অন্তরঙ্গ হবেন না আলিয়া

জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা যাবে আলিয়াকে। জানা গেছে, সিনেমায় অভিনেতা সান্তনু মহেশ্বরীর সঙ্গে আলিয়া ভাটের একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল। কিন্তু এখন চিত্রনাট্য থেকে দৃশ্যটি বাদ দেওয়া হচ্ছে।

করোনার কারণে দৃশ্যধারণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যগুলো এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্তরঙ্গ দৃশ্য চিত্রনাট্য থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা বানসালি।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘এই পরিস্থিতিতে সমস্যা তৈরির চেয়ে নিরাপদ থাকাই ভালো। বানসালি শুটিংয়ের সময় অন্তরঙ্গ দৃশ্যগুলো এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোমান্টিক দৃশ্য দেখানোর ক্ষেত্রে অন্য কোনো উপার বের করবেন তিনি।’

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমাটি আগামী সেপ্টেম্বরে মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকায় তারিখ পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়