ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সোনু সুদের ভালোবাসার প্রতিদান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ১৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সোনু সুদের ভালোবাসার প্রতিদান

ভারতে লকডাউন শুরু হওয়ার পর অন্য রাজ্যে অবস্থান করা শ্রমিকরা আটকা পড়েছিলেন। নিজ খরচে এমন অনেক শ্রমিককে বাড়ি ফেরার ব্যবস্থা করেন ভারতীয় অভিনেতা সোনু সুদ।

দুঃসময়ে সোনু সুদের সহযোগিতায় বাড়ি ফেরা শ্রমিকদের এ তালিকায় ছিলেন ওড়িশার প্রশান্ত নামে ৩২ বছর বয়েসি এক যুবক। বাড়ি ফিরে একটি ওয়েল্ডিংয়ের দোকান দিয়েছেন তিনি। আর দোকানটির নাম রেখেছেন ‘সোনু সুদ ওয়েল্ডিং ওয়ার্কশপ’।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কেরালায় আটকা পড়েছিলেন প্রশান্ত। এরপর সোনু সুদ প্রশান্তকে ওড়িশায় নিজের শহরে ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন। গত ২৯ মে প্রশান্তসহ কয়েকজনকে কেরালা থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করেন এই অভিনেতা।

ওড়িশার শহরতলির হাতিনায় প্রশান্তর ওয়েল্ডিংয়ের এ দোকান। ভূবনেশ্বর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত হাতিনা।

সোনু সুদের নাম ও ছবি ব্যবহার করার জন্য তার কাছ থেকে অনুমতিও নিয়েছেন প্রশান্ত। সোনু সুদ বলেন—অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসেবে কাজ করেছি। তবে এটি আমার কাছে খুব স্পেশাল। ওড়িশা গেলে প্রশান্তের দোকানে যাবো।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়