ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

কৃষ-ফোরে হৃতিকের চমক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০১, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কৃষ-ফোরে হৃতিকের চমক

হৃতিক রোশান অভিনীত বলিউডের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’। এর চতুর্থ কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। ‘কৃষ-ফোর’ সিনেমায় থাকছে হৃতিকের বিশেষ চমক।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে হৃতিককে চারটি চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘কৃষ-ফোর অত্যন্ত বড় পরিসরে তৈরির পরিকল্পনা চলছে। সিনেমাটি দেখে দর্শকরা অন্যরকম অনুভূতি পাবেন। চিত্রনাট্য প্রস্তুত এবং এবার হৃতিক দ্বৈত নয়, চারটি আলাদা চরিত্রে অভিনয় করবেন।’

যদিও কিছুদিন আগে নির্মাতা রাকেশ রোশান জানান, চিত্রনাট্যের কাজ এখনো চলছে। তবে সূত্রটি বলেন, ‘প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। নির্মাতারা এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন, কারণ সিনেমার একটি অংশ বিদেশে শুটিং করবেন।’

জানা গেছে, ‘কৃষ-ফোর’ সিনেমায় টাইম ট্রাভেলিং করবেন হৃতিক। এতে একদল সুপার ভিলেনের সঙ্গে লড়বেন এই অভিনেতা। ভিলেনদের আলাদা আলাদা লুকের জন্য হলিউড থেকে ডিজাইনার আনা হয়েছে। তবে সিনেমাটির ভিএফএক্স-এর জন্য শাহরুখ খানের রেড চিলিস প্রোডাকশনের ওপর ভরসা রাখছেন রাকেশ ও হৃতিক।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়