ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘টাইগার থ্রি’ নিয়ে ফিরছেন সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘টাইগার থ্রি’ নিয়ে ফিরছেন সালমান-ক্যাটরিনা

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন।

এবার এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন সালমান-ক্যাটরিনা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। পিংকভিলা ডটকম এই তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘হ্যাঁ, সালমান খান টাইগার থ্রি সিনেমায় অভিনয়ের সম্মতি দিয়েছেন। তিনি আবারো ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধবেন। এতে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য থাকবে।’

এর আগে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। অন্যদিকে দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে থাকছে নতুন মুখ। শোনা যাচ্ছে, এটি পরিচালনা করবেন মনীশ শর্মা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আদিত্য চোপড়া ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে মনীশ শর্মার ওপর আস্থা রাখছেন। সালমানও সম্মতি দিয়েছেন। সৃজনশীল বিষয়ে মনীশের ভালো ধারণা রয়েছে এবং সালমান ও আদিত্য দুজনই চাইছেন তিনি সিনেমাটি পরিচালনা করুক।

আগামী বছরের শুরুতে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

 

ঢাক/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়