ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

তুমি আমার সঙ্গেই আছ: রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তুমি আমার সঙ্গেই আছ: রিয়া

শুক্রবার (২৪ জুলাই) মুক্তি পাচ্ছে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমা ‘দিল বেচারা’। এটি তার অভিনীত শেষ সিনেমা। এটি মুক্তির আগে সুশান্তকে স্মরণ করেছেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সুশান্তের একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাকে দেখার জন্য আমার সর্বোচ্চ শক্তির প্রয়োজন হবে। আমি জানি তুমি আমার সঙ্গেই আছ। তোমাকে ও তোমার ভালোবাসাকে উপভোগ করব। জানি, তুমিও আমাদের সাথে এটি দেখবে।’

ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি-হটস্টারে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুক্তি পাবে ‘দিল বেচারা’। জানা গেছে, ডিজনি-হটস্টারের অ্যাপ অথবা ওয়েবসাইটে সাবস্ক্রাইবার ও নন- সাবস্ক্রাইবার সবাই সিনেমাটি দেখতে পারবেন।

‘দিল বেচারা’ সিনেমাটি তৈরি হয়েছে ২০১৩ সালে প্রকাশিত জন গ্রিনের সর্বাধিক বিক্রিত বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স; অবলম্বনে। সিনেমায় ম্যানি ও কিজির প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। ক্যানসারে আক্রান্ত কিজির ইচ্ছা পূরণে সাহায্য করেন ম্যানি। সুশান্ত ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সানজানা সাংঘাই, সাইফ আলী খান, স্বস্তিকা মুখার্জি, জাভেদ জাফরি প্রমুখ।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়