ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বলিউড নিয়ে এ আর রহমানের অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ২৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বলিউড নিয়ে এ আর রহমানের অভিযোগ

এ আর রহমান

অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। ভারতের দক্ষিণী সিনেমাতে নিয়মিত কাজ করেন তিনি। অথচ বলিউডে খুব বেশি কাজ করেন না বরেণ্য এই সংগীত পরিচালক।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে অভিযোগ করে এ আর রহমান বলেন, ‘আমি ভালো কোনো সিনেমায় কাজের প্রস্তাব ফিরিয়ে দিইনি, কিন্তু আমার মনে হয় একটি চক্র রয়েছে, ভুল বুঝিয়ে তারা মিথ্যা গুঞ্জন ছড়ায়।’

সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ সিনেমা ‘দিল বেচরা’। এই সিনেমার গানে সুর করেছেন তিনি। এ আর রহমান বলেন, “যখন মুকেশ ছাবরা আমার কাছে আসে তাকে দুই দিনে চারটি গান দিয়েছি। তিনি আমাকে বলেন, ‘স্যার, অনেকেই বলেছিল, তার কাছে যেও না এবং আমাকে বিভিন্ন কথা শুনিয়েছে।’ আমি এটা শোনার পর বুঝতে পারি, কেন ভালো সিনেমাগুলোতে কাজের প্রস্তাব পাই না। একটি বড় চক্র আমার বিরুদ্ধে কাজ করছে এবং না জেনেই ক্ষতি করছে।”

বলিউডের ‘দিল সে’, ‘রোজা’, ‘গুরু’, ‘দিল্লি-সিক্স’, ‘তামাশা’, ‘রকস্টার’ সিনেমায় কাজ করেছেন তিনি। এই সুরকার বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাসী। সবকিছুই সৃষ্টিকর্তার হুকুমে হয়। সিনেমার পাশাপাশি অন্য কাজও করছি। তবে আমার কাছে সবাই আসতে পারেন। ভালো সিনেমা তৈরি করুন তাহলে আমি কাজ করব।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়