ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রিয়ার সঙ্গে খুশি ছিলেন না সুশান্ত: অঙ্কিতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৩০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রিয়ার সঙ্গে খুশি ছিলেন না সুশান্ত: অঙ্কিতা

সুশান্ত সিং রাজপুত, রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গত ১৪ জুন নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেন এই অভিনেতা। মৃত্যুর আগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু সম্পর্ক নিয়ে নাকি খুশি ছিলেন না।

ইন্ডিয়াটিভিনিউজ ডটকম জানিয়েছে, সুশান্তের মৃত্যুর পর দুইবার এই অভিনেতার পাটনার বাড়িতে গিয়েছেন তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সেখানে গিয়ে ‘কাই পো চে’ অভিনেতার বোন শ্বেতা সিং কৃর্তিকে এই কথা জানিয়েছেন তিনি। 

সুশান্তের বোনের সঙ্গে অঙ্কিতার বেশ ভালো সম্পর্ক। ‘পবিত্র রিশতা’ অভিনেত্রী জানিয়েছেন, তার প্রথম বলিউড সিনেমা ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ মুক্তির সময় সুশান্তের সঙ্গে তার চ্যাটিং হয়। সেই সময় এই অভিনেতা তাকে জানান, রিয়া তাকে হয়রানি করে। অঙ্কিতার ভাষ্যমতে, সুশান্ত তাকে জানান, প্রেমের সম্পর্ক নিয়ে খুশি নন এবং এটি ইতি টানতে চান কারণ রিয়া তাকে হয়রানি করে। 

মঙ্গলবার (২৮ জুলাই) পাটনার রাজিব নগর থানায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। ভারতীয় দণ্ডবিধি ৩৪১ (অন্যায়ভাবে বাধা দেওয়া), ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা), ৩৮০ (বাসা বাড়িতে চুরি), ৪০৬ (প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ), ৪২০ (সম্পদের বিষয়ে প্রতারণা এবং অসততা) এবং ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা) ধারায় অভিযোগ দায়ের হয়। এরপর এ বিষয়ে তদন্তে শুরু করেছেন বিহার পুলিশ। জানা গেছে, সুশান্ত প্রসঙ্গে সকল তথ্য বিহার পুলিশকে জানিয়েছেন অঙ্কিতা। এ বিষয়ে পুলিশ তার জবানবন্দিও রেকর্ড করেছেন। 

‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকের সেটে সুশান্ত ও অঙ্কিতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ছয় বছর প্রেম করেন তারা। বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের ব্রেকআপ হয়। সর্বশেষ রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সুশান্ত। বলিপাড়ায় তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়