ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অভিনেত্রী কঙ্গনাকে গ্রেপ্তারের দাবি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অভিনেত্রী কঙ্গনাকে গ্রেপ্তারের দাবি

কঙ্গনা রাণৌত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর সরব হয় বলিউড তারকারা। আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত একাধিকবার বিতর্কিত মন্তব্য করেন।

এবার নেটিজেনরা এই অভিনেত্রীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কারণ তার নানা ধরনের মন্তব্যের কারণে সুশান্ত সিং রাজপুতের মামলার তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে।

একজন টুইটে লিখেছেন—‘কঙ্গনা রাণৌতকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সে একজন সুবিধাবাদী নারী। সুশান্তের মৃত্যু তদন্তে মুম্বাই পুলিশকে সে বিভ্রান্ত করছে। আমজনতা সুশান্তের বাবা কিংবা তার পরিবারকে সমর্থন করলেও, কোনোরকম স্বার্থান্বেষী, ধান্দাবাজের কথায় কান দেবেন না।’

অনেকে কঙ্গনাকে ‘হিপোক্রেট’ বলছেন। কিন্তু হঠাৎ কঙ্গনাকে গ্রেপ্তারের দাবিতে কেন সরব হলেন নেটিজেনরা? তাদের ভাষায়—‘সুশান্তের মৃত্যুর পর থেকেই লাগামছাড়া মন্তব্য করছেন কঙ্গনা। বলিউডের যাকে পারছেন তার দিকেই তোপ দাগছেন তিনি। কোনোরকম প্রমাণ ছাড়া যেকোনো বলিউড তারকাকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করছে।’

এর আগে সুশান্তের আত্মহত্যা প্রসঙ্গে কঙ্গনা বলেছিলেন—‘সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি, বরং তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।’

পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য কঙ্গনাকে পুলিশ থানায় ডেকেছিল।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়