ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রিয়া চক্রবর্তীর কল রেকর্ড ফাঁস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রিয়া চক্রবর্তীর কল রেকর্ড ফাঁস

রিয়া চক্রবর্তী

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর গত এক বছরের কল রেকর্ড ফাঁস হয়েছে। এই সময়ে তিনি পরিবারের সদস্যদের পাশাপাশি নির্মাতা মহেশ ভাট, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিসহ বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে ১ হাজার ১৯২ বার, ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে ১ হাজার ৬৯ বার ফোনে কথা বলেছেন রিয়া। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এই অভিনেত্রীর ফোনে কথা হয়েছে মাত্র ১৪৫ বার। তবে সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে ২৮৭ বার রিয়ার কথা হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহেশ ভাটের সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়ে নানা কানাঘুষা শুরু হয়। গত এক বছরে এই নির্মাতার সঙ্গে ১৬ বার কথা বলেছেন রিয়া। এর মধ্যে এই অভিনেত্রীকে ৭ বার কল করেছেন মহেশ। পাশাপাশি অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে ২৩ বার ও ট্যালেন্ট ম্যানেজার উদয় সিং গৌড়ির সঙ্গে ২২ বার কথা বলেছেন রিয়া।

এদিকে সাবেক ম্যানেজার শ্রুতি মোদি (৭৯১ বার), সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির (১০০ বার) এবং দীপেশ সাওয়ান্তের (৪১ বার) সঙ্গে রিয়ার ফোনে কথা হয়েছে। একটি রিয়েলটি কোম্পানির সঙ্গে গত এক বছরে ২৩ বার কথা বলেছেন ‘জালেবি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। এছাড়া মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখীর সঙ্গে রিয়ার জুন ও জুলাই মাসের মধ্যে ৪ বার ফোন কল ও মেসেজ আদান প্রদান হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সুশান্তের অ্যাকাউন্ট থেকে অর্থ ট্রান্সফার করেছেন। প্রায় ৮ ঘণ্টা তাকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়