ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

তুর্কি উড়ে গেলেন আমির

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তুর্কি উড়ে গেলেন আমির

তুর্কি পৌঁছানোর পর এভাবে ক্যামেরাবন্দি হন আমির খান

বলিউড অভিনেতা আমির খান ও কারিনা কাপুরের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। লকডাউনের আগে ভারতের পাঞ্জাবে সিনেমাটির শুটিং করেন তারা। কিন্তু মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এতোদিন শুটিং বন্ধ ছিল। বিরতি ভেঙে সিনেমাটির বাকি অংশের শুটিং করতে তুর্কি গিয়েছেন আমির খান। পিংক ভিলা এ খবর প্রকাশ করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খানের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়—এয়ার পোর্ট ও হোটেলে পৌঁছানোর পর সেখানকার স্টাফদের সঙ্গে ছবি তুলছেন আমির খান। একটি ছবিতে দেখা যায় আমির খান মাস্ক পরেছেন, অন্যটিতে মাস্ক ছাড়াই ক্যামেরাবন্দি হয়েছেন হাস্যোজ্জ্বল এ অভিনেতা।

টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে।

‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করছেন আদভাইত চন্দন। এতে আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। এছাড়াও অভিনয় করছেন—বিজয়, মোনা সিং, যোগী বাবু প্রমুখ। আগামী ২৫ ডিসেম্বর সিনেমা মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়