ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৫, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত

ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা সঞ্জয় দত্ত।

চিকিৎসার জন্য খুব ‍শিগগির মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন এই অভিনেতা। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

সঞ্জয় দত্তের ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদমাধ্যমটিকে বলেন—বাবা (সঞ্জয় দত্ত) বিধ্বস্ত হয়ে পড়েছেন। তার ছোট বাচ্চা আছে। দুর্ভাগ্যক্রমে সে এখন তার মায়ের সঙ্গে দুবাইতে অবস্থান করছে। ভয়াবহ খবরটি তাদেরকে অগ্নিপরীক্ষার মধ্যে ফেলবে।

তিনি আরো বলেন—সঞ্জয়ের ক্যানসার এখন তৃতীয় স্টেজে রয়েছে। এটি নিরাময়যোগ্য। এখন দ্রুত তার চিকিৎসা প্রয়োজন।

গত ৮ আগস্ট সন্ধ্যায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সঞ্জয় দত্তকে লিলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১০ আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি।

তবে গতকাল (১১ আগস্ট) বিকালে এক টুইটে সঞ্জয় দত্ত জানান, চিকিৎসার জন্য কিছুদিন অভিনয় থেকে দূরে থাকবেন।

সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা ‘সড়ক টু’। আগামী ২৮ আগস্ট ডিসনি-হটস্টারে মুক্তি পাবে এটি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়