ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

‘মুন্নি বদনামে’ আবারো কোমর দোলালেন মালাইকা-সনু সোদ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘মুন্নি বদনামে’ আবারো কোমর দোলালেন মালাইকা-সনু সোদ

সালমান খান অভিনীত দর্শকপ্রিয় সিনেমা ‘দাবাং’। অভিনব কাশ্যপ পরিচালিত এ সিনেমায় ‘মুন্নি বদনাম হুয়া’ শিরোনামে একটি আইটেম গান ব্যবহার করা হয়।

গানটিতে পারফর্ম করেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ও সোনু সুদ। এক দশক আগে মুক্তিপ্রাপ্ত এ গান দারুণ জনপ্রিয়তা লাভ করে। এখনো এ গানের আবেদন ফুরায়নি।

আবারো গানটিতে জুটি বেঁধে পারফর্ম করলেন মালাইকা আরোরা ও সনু সোদ। টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ানস ড্যান্সারে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এতে পারফর্ম করেন তারা। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে সোনু সুদ বলেন—সিনেমাতেই গানটি শুধু স্মরণীয় নয়, বরং আমেরিকা, কানাডাসহ বেশ কিছু দেশে স্টেজ প্রোগ্রাম করতে গিয়েও এ গানে আমি নেচেছি।

স্মৃতি হাতরে মালাইকা আরোরা বলেন—আমরা একবার ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে ছিলাম, তখন এ গানের সঙ্গে পারফর্ম করেছিলাম।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়েলিটি শো ইন্ডিয়ানস ড্যান্সার বিশেষভাবে সাজানো হয়েছে। এ পর্বে আরো সেরা সেরা নৃত্যশিল্পীরাও পারফর্ম করবেন। সপ্তাহের শনি ও রোববার রাত ৮টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হয়ে থাকে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়