ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শেষ সিনেমায় কত পারিশ্রমিক নিয়েছেন সুশান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ২৫ আগস্ট ২০২০   আপডেট: ১১:০১, ২৬ আগস্ট ২০২০
শেষ সিনেমায় কত পারিশ্রমিক নিয়েছেন সুশান্ত

অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘দিল বেচারা’। সিনেমাটির জন্য অর্ধেক পারিশ্রমিক নিয়েছেন প্রয়াত এই অভিনেতা।

এ প্রসঙ্গে সুশান্তের এক ঘনিষ্ঠ বন্ধু বলিউডলাইফ ডটকমকে বলেন, ‘সাধারণত প্রতি সিনেমার জন্য ৬-৮ কোটি রুপি পারিশ্রমিক নিতেন সুশান্ত। কিন্তু দিল বেচারা সিনেমার জন্য পারিশ্রমিক অর্ধেক করেছেন তিনি। সিনেমাটির জন্য মাত্র ৩ কোটি রুপি নিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এই সিনেমার মাধ্যমে মুকেশ ছাবড়ার পরিচালক হিসেবে অভিষেক হয়েছে। তার হাত ধরেই সুশান্ত সিনেমা জগতে পা রাখেন। তিনি মুকেশকে কথা দিয়েছিলেন তার প্রথম সিনেমায় অভিনয় করবেন। প্রাথমিকভাবে দিল বেচারা সিনেমার নাম রাখা হয়েছিল কিজি অউর মানি। বাজেট ও অভ্যন্তরণীণ কিছু পরিবর্তনের কারণে সিনেমাটি তৈরি হতে একটু বেশি সময় লেগেছে। সুশান্ত যখন বিষয়টি লক্ষ্য করলেন তখন অর্ধেক পারিশ্রমিকেই কাজ করতে রাজি হন।’  

জন গ্রিনের সর্বাধিক বিক্রিত বই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’ অবলম্বনে তৈরি ‘দিল বেচারা’। সিনেমায় ম্যানি ও কিজির প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। ক্যানসারে আক্রান্ত কিজির ইচ্ছা পূরণে সাহায্য করেন ম্যানি। সুশান্ত ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সানজানা সাংঘাই, সাইফ আলী খান, স্বস্তিকা মুখার্জি, জাভেদ জাফরি প্রমুখ। গত ২৪ জুলাই ডিজনি-হটস্টারে মুক্তি পায় ‘দিল বেচারা’।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়