ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মাদকের তদন্ত হলে বলিউডের অনেক তারকা জেলে যাবে: কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ১২:০৫, ২৭ আগস্ট ২০২০
মাদকের তদন্ত হলে বলিউডের অনেক তারকা জেলে যাবে: কঙ্গনা

অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বিভিন্ন বিষয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার বলিউড তারকাদের মাদক সেবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেত্রী। 

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদকের বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে চিঠি পাঠিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। এরই মধ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বলিউডে মাদকের ব্যবহার নিয়ে টুইট করেছেন কঙ্গনা।

এক টুইটে এই অভিনেত্রী লিখেছেন, ‘যদি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বলিউডে মাদকের তদন্ত শুরু করে এবং রক্ত পরীক্ষা করা হয় তাহলে অনেক প্রথম সারির তারকা জেলে যাবে, অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। আশা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ্ব ভারত অভিযানের মাধ্যমে বলিউডের এই আবর্জনা পরিষ্কার করবেন।’

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ভক্তদের জানিয়ে অপর এক টুইটে তিনি লেখেন, ‘তারকা হওয়ার আগে আমার মেন্টর, যে পরবর্তী সময়ে আমার নির্যাতনকারীতে পরিণত হয়, আমার পানীয়তে মাদক মেশাত এবং পুলিশের কাছে যাওয়া থেকে আমাকে বিরত রাখত। তারকাখ্যাতি পাওয়ার পর যখন বড় বড় ফিল্ম পার্টিতে যাওয়া শুরু করলাম, আশ্চর্যজনক এবং মাদক, লম্পট ও মাফিয়াদের পাপের এক জগত আমার সামনে প্রকাশ পেল।’

এর আগে মাদক নিয়ে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আলাপচারিতা ফাঁস হলে তা নিয়ে আলোচনা শুরু হয়। হোয়াটস অ্যাপ মেসেজের এই আলাপচারিতায় রিয়া নিজে মাদক সেবন করতেন ও সুশান্তকে সেবন করাতেন তা প্রকাশ পায়। যদিও এই অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে এমন দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘রিয়া কখনোই মাদক সেবন করেননি। তিনি রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত আছেন।’ 

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়