মাদক কাণ্ডে রিয়ার বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
মাদক কান্ডে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী ২০, ২২, ২৭, ২৯ ধারায় রিয়া ও তার ভাই সৌমিক চক্রবর্তীসহ জয়া সাহা, শ্রুতি মোদি, গৌরব আরিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে দিল্লিতে এই মামলা দায়ের হয়।
এ মামলা তত্ত্বাবধায়ন করবেন ডেপুটি ডিরেকটর অপারেশন (এনসিবি)। মুম্বাই টিমের সঙ্গে দিল্লি টিমের তিনজন সদস্য এই মামলায় কাজ করবেন। শুক্রবার দিল্লি টিম মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবে।
এর আগে মাদক নিয়ে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদি ও মাদক ব্যবসায়ী গৌরব আরিয়ার সঙ্গে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আলাপচারিতা ফাঁস হয়। এরপর এটি নিয়ে আলোচনা শুরু হয়।
এছাড়া রিয়ার সঙ্গে নিষিদ্ধ মাদক চক্রের যোগ রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে এমন তথ্য রয়েছে প্রতিবেদন প্রকাশ পায়। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এনসিবি।
তবে রিয়ার মাদক সেবনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার আইনজীবী সতীশ মানশিন্ডে। তিনি জানান, রিয়া কখনোই মাদক সেবন করেননি। পাশাপাশি প্রয়োজনে তিনি রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত আছেন।
ঢাকা/মারুফ