ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অভিযোগ নিয়ে মুখ খুললেন রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ১৩:০১, ২৮ আগস্ট ২০২০
অভিযোগ নিয়ে মুখ খুললেন রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। এই অভিনেতার মৃত্যুর পর থেকেই তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে উঠে আসছে নানা অভিযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন রিয়া।

সুশান্তের মৃত্যুর পর থেকে নির্মাতা মহেশ ভাটের সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কয়েকদিন আগে তাদের হোয়াটসঅ্যাপ মেসেজও ফাঁস হয়।

এ প্রসঙ্গে রিয়া চক্রবর্তী বলেন, ‘আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম ও দুঃখে ছিলাম। ভেবেছিলাম সুশান্ত আমাকে আর কল করবে না এবং আমার কাছে ফিরবে না। মনে হয় আমি অসুস্থ এজন্য সে আমাকে দূরে ঠেলে দিচ্ছিল। কিন্তু ভাট সাহেবের সঙ্গে কথোপকথনের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই।’ 

আরো পড়ুন:

এছাড়া এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, সুশান্তের বাড়ি থেকে বের হওয়ার আগে ৮টি হার্ডড্রাইভ নষ্ট করেছেন তিনি। রিয়া বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার জানা মতে কোনো হার্ড ড্রাইভ ছিল না এবং আমি থাকাকালীন কেউ আসেনি। সম্ভবত আমি চলে আসার পর তার বোন কাউকে ডেকেছিলেন। সেটি আমার জানা নেই। আমার বিশ্বাস সিদ্ধার্থ পিঠানিও এমন কিছু বলেননি। অন্যগুলোর মতো এটিও বানোনো গল্প বলে আমি মনে করি।’

এদিকে সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়া অর্থ ট্রান্সফার করেছেন বলে দাবি করেছেন এই অভিনেতার বাবা। পাশাপাশি নিজের কর্তৃত্ব দেখিয়ে রিয়া বাড়ির স্টাফ পরিবর্তন করেছেন বলেও অভিযোগ রয়েছে। এই অভিনেত্রী বলেন, ‘আমি সুশান্তকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু করিনি। আমার আগে সে সিদ্ধার্থ পিঠানিকে চিনত। স্যামুয়েল মিরান্ডাকে তার বোন প্রিয়াঙ্কা নিয়োগ দিয়েছে। এমনকি আমার সঙ্গে পরিচয়ের আগে থেকেই কেশব, নীরাজ ও দিপেশ তার সঙ্গে ছিল। সত্যি বলতে, সে আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।’

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়