ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

আল্লু অর্জুনের রেকর্ড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৪, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ১৬:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২০
আল্লু অর্জুনের রেকর্ড

ভারতের দক্ষিণী চলচ্চিত্র দেখেন আর ‘স্টাইলিশ’ হিরো আল্লু অর্জুনের ভক্ত নন এমন মানুষ খোঁজে পাওয়া মুশকিল। 

এ অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলা ভাইকুন্তাপুরামলো’। ত্রিবিক্রম পরিচালিত এ সিনেমা গত ১২ জানুয়ারি মুক্তি পায়। বক্স অফিসে দারুণ সফল হয়েছে এটি। এবার আল্লু অর্জুন নতুন রেকর্ড গড়লেন, তাও এই সিনেমার জন্য। 

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আল্লু অর্জুন অবিশ্বাস্য রেকর্ড গড়েছে। মূলত তার অভিনীত ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমাটি জেমিনি টিভিতে প্রচার হয়েছে। আর টিআরপি-তে ২৯.৪ রেটিংয়ে পেয়ে রেকর্ড গড়েছে। টিভি প্রিমিয়ারে তেলেগু সিনেমার ইতিহাসে এটি সর্বোচ্চ রেটিং।  

আরো পড়ুন:

তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করেছেন—জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, টাবু, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। এটি প্রযোজনা করেছেন আল্লু অরবিন্দ ও রাধা কৃষ্ণা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়