ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সুশান্তের পা ছুঁয়ে সরি বলেছি: রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ০৬:৫০, ২৯ আগস্ট ২০২০
সুশান্তের পা ছুঁয়ে সরি বলেছি: রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে রহস্য দিন দিন বেড়েই চলেছে। ময়নাতদন্তে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। বর্তমানে এই মামলার তদন্ত করছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনায় বারবার উঠে আসছে এই অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। জানা যায়, যেদিন সুশান্তের মৃত্যু হয় সেদিন কুপার হাসপাতালে গিয়েছিলেন রিয়া। তিনি মর্গের ভিতরেও ঢোকেন। সুশান্তের লাশের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘সরি বাবু।’ রিয়া কীভাবে মর্গে ঢোকার অনুমতি পেল তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তার বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া বলেন, ‘এটা সম্ভবত ৩-৪ সেন্ডের ঘটনা ছিল। আমাকে বাহিরে অপেক্ষা করতে বলা হয়। আমার এক বন্ধু কাউকে একবারের জন্য হলেও লাশ দেখাতে অনুরোধ করেছিল। তারা জানায়, শেষকৃত্যের জন্য মর্গ থেকে ভ্যানে লাশ নেওয়ার সময় দেখতে পাব। যখন সুশান্তের লাশ ভ্যানে নেওয়া হচ্ছিল ৩ সেকেন্ডের জন্য দেখতে পাই। আমি তাকে সরি বলেছি। কারণ আমার কারণেই সে তার জীবন হারিয়েছে। সম্মান জানাতে তার পা ছুঁয়েছি। সব ভারতীয়রাই এটি বুঝবেন কখন একজন অন্যের পা ছুঁয়ে থাকে।’

তিনি আরো বলেন, ‘আমি সুশান্তের শেষকৃত্যে যেতে পারিনি। তার পরিবার চায়নি আমি সেখানে যাই। বাধ্য হয়েই তাকে শেষবার দেখতে মর্গে যাই। আমার বন্ধু বলেছিল, আমি যদি তাকে শেষবারের মতো না দেখি, সারাজীবন এটা মেনে নিতে পারব না— সুশান্ত আর সত্যিই নেই! তাই ছুটে গিয়েছিলাম।’

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়