ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

শাহরুখের সিনেমায় আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ১৫:০৪, ১ সেপ্টেম্বর ২০২০
শাহরুখের সিনেমায় আলিয়া

বলিউড কিং শাহরুখ খান। ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করেছেন। এবার তার প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করবেন আলিয়া।

মিড-ডে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস নারীকেন্দ্রীক একটি সিনেমা নির্মাণ করছেন। এতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। ইতোমধ্যে এই অভিনেত্রী সিনেমার চিত্রনাট্যের কিছু অংশ শুনেছেন এবং তার এটি পছন্দও হয়েছে। সিনেমাটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টের বেশ কয়েকটি প্রজেক্টের মধ্যে একটি নারীকেন্দ্রীক সিনেমাও রয়েছে। আলিয়া প্রাথমিক চিত্রনাট্য শুনেছেন এবং অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। আগামী মাসে তিনি চূড়ান্ত চিত্রনাট্য শুনবেন এবং চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।’

আরো পড়ুন:

সিনেমাটি কে পরিচালনা করবেন সেটিও এখনো চূড়ান্ত হয়নি। আলিয়া বর্তমানে ‘সড়ক টু’ সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া এসএস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’, আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ এবং সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় অভিনয় করবেন আলিয়া। এরপরই আগামী বছর শাহরুখের এই সিনেমার শুটিং করবেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়