ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক নিয়ে রিয়ার বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ১৮:৩৮, ২৯ আগস্ট ২০২০
মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক নিয়ে রিয়ার বক্তব্য

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। নির্মাতা মহেশ ভাটের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন চাউর হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে রিয়া জানান, মহেশ ভাট তার কাছে বাবার মতো। এমনটি এই নির্মাতাও তাকে সন্তান হিসেবে দেখেন। মহেশ ভাটকে তিনি সব সময় ‘স্যার’ বলেই সম্বোধন করেন।

এদিকে গত ৮ জুন সুশান্তের বাড়ি ছেড়ে চলে আসেন রিয়া। সেদিনেই মহেশ ভাটের সঙ্গে তার কথা হয়। এটি নিয়েও বিতর্কে এই অভিনেত্রী। রিয়া চক্রবর্তী বলেন, ‘আমি মহেশ ভাট সাহেবের সঙ্গে কথা বলেছি কারণ তিনি আমার বাবার মতো। আমি তাকে এটি বলার জন্য কল করেছিলাম— সামনে এগিয়ে যাওয়ার শক্তি আমার নেই। সুশান্ত আমাকে চলে যেতে বলে এবং আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তিনি আমাকে আমার বাবার কথা ভেবে বাড়িতে যেতে বলেন। ভাট সাহেব আমাকে বলেন, এই বয়সে ভেঙে পড়া যাবে না। এই কথোপকথনই বিকৃতি করা হয়েছে। যার আমার বয়সি একটি মেয়ে আছে, আমি কীভাবে তার প্রেমিকা হই। কারো পরামর্শ নেওয়ার জন্য কি আমি কল করতে পারি না?’

‘জালেবি’ সিনেমার সময় থেকেই মহেশ ভাটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখের রিয়া। এই অভিনেত্রী বলেন, ‘সুশান্তের বাড়ি থেকে যেদিন বের হয়ে আসি সেদিনই ভাট সাহেবকে ফোন করেছিলাম। সত্যি বলতে, ভাট সাহেবের সঙ্গে ‍সুশান্তেরও খুব ভালো সম্পর্ক ছিল। আমার আগে থেকেই তার সঙ্গে ভাট সাহেবের পরিচয় ছিল। মহেশ ভাট সাহেবের সঙ্গে দেখা হওয়ার পর সুশান্ত কতটা আনন্দিত হয়েছিল সেটি টুইটের মাধ্যমে জানিয়েছিল। তখন কেউ কেন সুশান্তের কথা শোনেনি?’

মহেশ ভাটের পরামর্শে সুশান্তের বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন কিনা প্রশ্ন করা বলে রিয়া বলেন, ‘না, এমনকি ভাট সাহেব যদি আমাকে সুশান্তকে ছাড়তে বলতেন তা কাজে দিত না। কারণ এটি হৃদয়ঘটিত ব্যাপার।’

গত ১৪ জুন নিজ ফ্ল্যাটে সুশান্তের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ময়নাতদন্তে এই অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও দিন দিন এটি নিয়ে রহস্য বেড়েই চলেছে। বর্তমানে সুশান্তের মৃত্যুর বিষয়টি ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্ত করছে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়