ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রণবীর, ভিকিদের ড্রাগ টেস্ট চাইলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৩১ আগস্ট ২০২০   আপডেট: ১৯:০৯, ১৪ জানুয়ারি ২০২১
রণবীর, ভিকিদের ড্রাগ টেস্ট চাইলেন কঙ্গনা

ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে বলিপাড়ায় হইচই শুরু হয়েছে। পাশাপাশি বলিউডে মাদকের ব্যবহার নিয়েও উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকাদের মাদক সেবন নিয়ে কথা বলেছেন। শুধু তাই নয়, রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশলদের মতো তারকা অভিনেতাদের ড্রাগ টেস্ট চেয়েছেন তিনি।
 
কঙ্গনার মতে, যখন বলিউড তারকারা কোনো ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তার আগে অবশ্যই তাদের ড্রাগ টেস্ট করানো উচিত। কারণ অনেক তারকা মাদক সেবন করেন। যদি কারো ড্রাগ টেস্টে মাদক সেবনের বিষয়টি ধরা পড়ে তাহলে তাকে কোনো ব্র্যান্ডের প্রতিনিধি হওয়া থেকে নিষিদ্ধ করা উচিত। এই সময় রণবীর, ভিকিদের ড্রাগ টেস্ট চান কঙ্গনা।

এর আগে বলিউডে মাদকের তদন্ত চেয়ে এই অভিনেত্রী মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছিলেন, ‘যদি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বলিউডে মাদকের তদন্ত শুরু করে এবং রক্ত পরীক্ষা করা হয় তাহলে অনেক প্রথম সারির তারকা জেলে যাবে, অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। আশা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ্ব ভারত অভিযানের মাধ্যমে বলিউডের এই আবর্জনা পরিষ্কার করবেন।’

আরো পড়ুন:

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়