ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিদ্যাকে পাশে পেলেন রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২ সেপ্টেম্বর ২০২০  
বিদ্যাকে পাশে পেলেন রিয়া

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু এই অভিনেতার মৃত্যুর পর থেকে নানা কারণে আলোচনায় তিনি। তার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া, অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ‘কাই পো চে’ সিনেমাখ্যাত এই অভিনেতার পরিবার।

ভারতীয় মিডিয়ায় রিয়াকে রিয়ে নানা তথ্য প্রকাশ পাচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এই অভিনেত্রী নানাভাবে কটাক্ষ করা হচ্ছে। এই অবস্থায় সম্প্রতি একটি পোস্ট করেন তামিল সিনেমার অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। টু্ইটারে রিয়াকে নিয়ে একটি নোটসহ ক্যাপশনে লেখেন, ‘আমার ইন্ডাস্ট্রির বন্ধুরা জেগে ওঠো। বিচার হওয়ার আগে এই সমালোচনা বন্ধ করো।’

লক্ষ্মী মাঞ্চুর পর রিয়ার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী বিদ্যা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মতো এমন ইয়ং স্টারের অকাল মৃত্যুর ঘটনা মিডিয়া সার্কাসে পরিণত হয়েছে, এটা খুবই দুঃখজনক। একই সঙ্গে, একজন নারী হিসেবে রিয়া চক্রবর্তীর সমালোচনা আমার হৃদয় ভেঙে দিয়েছে। দোষী প্রমাণিত হওয়া পর্যন্ত একজন ব্যক্তি নিরাপরাধ। কিন্তু এখন কি নিরাপরাধ না হওয়া পর্যন্ত দোষী? সংবিধানে একজন নাগরিকের অধিকার সম্পর্কে যা বলা হয়েছে তাতে সম্মান করুন। আইনের মাধ্যমে বিচার হতে দিন।’

লক্ষ্মী মাঞ্চু ও বিদ্যা বালান ছাড়াও রিয়ার পক্ষ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। এক টুইটে তিনি লেখেন, ‘আমি ব্যক্তিগত ভাবে সুশান্ত এবং রিয়াকে চিনি না, কিন্তু আমি এতটুকু জানি, কেউ দোষী প্রমাণ হওয়ার আগেই তাকে বিচার কতটা ভুল। মনুষ্যত্ববোধ থাকলে এটি বোঝা যায়। দেশের আইনের এবং যে চলে গেছে তার প্রতি আস্থা রাখুন।’

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়