ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

শার্লিন চোপড়ার ‘নাগিন ড্যান্সের’ ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৭, ৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৬:১৫, ৩ সেপ্টেম্বর ২০২০
শার্লিন চোপড়ার ‘নাগিন ড্যান্সের’ ভিডিও ভাইরাল

ক্রিকেট মাঠে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু প্রথম নাগিন ড্যান্সের সূচনা করেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে মাঠে নাগিন ড্যান্স দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মুশফিকুর রহিম। 

সম্প্রতি বলিউডের সমালোচিত মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়ার পুরোনো একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তাকে নাগিন ড্যান্স করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, মুশফিকুর রহিমের নাগিন ড্যান্সের ঘটনার পর এই ভিডিও তৈরি করেছিলেন শার্লিন। তখন বিষয়টি নিয়ে তেমন আলোচনা না হলেও দীর্ঘ দিন পর আলোচনার জন্ম দিলেন শার্লিন। 
 
ভিডিওতে দেখা যায়—বরাবরের মতো কালো রঙের আঁটোসাটো পোশাক পরেছেন শার্লিন। আর তা পরেই নাগিন ড্যান্স করছেন তিনি। সেখানে একটি বাচ্চা মেয়েকেও দেখা যায়। তার নাচের সঙ্গে মেয়েটিকে যুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন শার্লিন।  
 
ভিডিও: 

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়