ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

রাবণ চরিত্রে সাইফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:২২, ৩ সেপ্টেম্বর ২০২০
রাবণ চরিত্রে সাইফ

নির্মাতা ওম রাউত পরিচালিত পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ।’ এতে লঙ্কেশ অর্থাৎ রাবণ চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান।

‘আদিপুরুষ’ সিনেমায় সাইফের অভিনয়ের বিষয়টি আগে জানা গিয়েছিল। তবে এতে তিনি কী চরিত্রে অভিনয় করবেন তা গোপন রেখেছিলেন নির্মাতা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ওম রাউত। ক্যাপশনে লিখেছেন, ‘৭ হাজার বছর আগে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান দানব ছিল!’ 

আদিপুরুষ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। তিনি হিন্দু দেবতা রামের ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে সীতা চরিত্রে অভিনেত্রী কীর্তি সুরেশ অথবা কিয়ারা আদভানিকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ‘রামায়ন’ অবলম্বনে তিন ভাগে সিনেমাটি নির্মাণ হবে।

এর আগে ওম রাউত পরিচালিত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলী। এতেও খল চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমায় এই অভিনেতার অভিনয়ে মুদ্ধ হয়ে এতে তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ওম রাউত। সিনেমাটিতে উদয়ভান সিং রাঠোর চরিত্রে অভিনয় করেন সাইফ।

‘আদিপুরুষ’ প্রযোজনা করছে টি-সিরিজ। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী বছর এর শুটিং শুরু হবে। ২০২২ সালে ‘আদিপুরুষ’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়