ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কঙ্গনার চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৪ সেপ্টেম্বর ২০২০  
কঙ্গনার চ্যালেঞ্জ

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বিভিন্ন বিষয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনা আসেন তিনি।

বর্তমানে মানালিতে আছেন কঙ্গনা। তবে আগামী সপ্তাহে মুম্বাই ফিরবেন এবং তাকে কেউ ঠেকাতে পারবেন না বলে চ্যালেঞ্জ জানিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক টুইটে তিনি লিখেছেন, ‘আমি খেয়াল করছি অনেকেই মুম্বাইয়ে ফেরার ব্যাপারে আমাকে হুমকি দিচ্ছে। তাই আমি ৯ সেপ্টেম্বর মুম্বাই যাব এবং মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর সময়ও পোস্ট করে দিব। কারো বাপের ক্ষমতা থাকলে আমাকে ঠেকাও।’ 

এর আগে এক টুইটে মুম্বাই শহরকে পাকিস্তান শাসিত কশ্মিরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা। তিনি লেখেন, ‘শিব সেনা নেতা সঞ্জয় রাউত আমাকে মুম্বাইয়ে না ফেরার জন্য সবার সম্মুখে হুমকি দিয়েছে। মুম্বাইয়ের রাস্তায় স্বাধীনতার গ্রাফিতির পর এরকম সবার সামনে হুমকি, মুম্বাইকে কেন পাকিস্তান শাসিত কাশ্মির মনে হচ্ছে?’

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে মুম্বাই পুলিশের সমালোচনা করেন কঙ্গনা। এরপর শিবসেনা নেতা সঞ্জয় রাউত এক টুইটে লেখেন, ‘আমরা কঙ্গনাকে মুম্বাইয়ে না আসার অনুরোধ করছি। এটি মুম্বাই পুলিশকে অপমান ছাড়া কিছু নয়। স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের উচিত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।’

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়