ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

জিম ট্রেইনারকে গাড়ি উপহার দিলেন প্রভাস  

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৫ সেপ্টেম্বর ২০২০  
জিম ট্রেইনারকে গাড়ি উপহার দিলেন প্রভাস  

‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর তার খ্যাতি এখন বিশ্বজুড়ে। সম্প্রতি তার জিম ট্রেইনারকে গাড়ি উপহার দিয়েছেন এই তারকা।

গত আট বছর ধরে লক্ষণ রেড্ডি নামের এই ট্রেইনারের তত্ত্বাবধানে জিম করেন প্রভাস। সম্প্রতি লক্ষণ ও তার পরিবারকে বাড়িতে ডাকেন প্রভাস। এরপর তাকে চমকে দিয়ে একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দেন এই অভিনেতা। 

প্রিয় অভিনেতার এই কাজে ভীষণ খুশি ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন গাড়িসহ প্রভাস ও লক্ষণের ছবি ভাইরাল হয়েছে।

প্রভাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। সিনেমাটি নিয়ে দর্শকরা খুব বেশি সন্তুষ্ট হতে না পারলেও বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে এটি। বর্তমানে প্রভাসের হাতে তিনটি সিনেমা রয়েছে। এগুলো হলো— রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘রাধে শ্যাম’, ওম রাউত পরিচালিত ‘আদিপুরু’ ও নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমা। এই তিন সিনেমার বাজেট প্রায় ৯৫০ কোটি রুপি।

ইতোমধ্যে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শুরু করেছেন প্রভাস। কিন্তু করোনা মহামারির কারণে বর্তমানে সিনেমার শুটিং বন্ধ রয়েছে। অক্টোবরে আবারও এই সিনেমার শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। সিনেমাটিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা হেগড়ে। ২০২১ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়