ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

প্রেমের গুঞ্জন নিয়ে রাশমিকা যা বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:২২, ৬ সেপ্টেম্বর ২০২০
প্রেমের গুঞ্জন নিয়ে রাশমিকা যা বললেন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভক্তদের কাছে তিনি ‘কর্ণাটকা ক্রাশ’ হিসেবেই পরিচিত।

ব্যক্তিগত জীবনে অভিনেতা রক্ষী শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাশমিকা। কিন্তু শেষ পর্যন্ত এই সম্পর্ক টেকেনি। এরপর অনেকবার এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে এখন প্রেম করছেন না বলে জানিয়েছেন রাশমিকা।

‘ডিয়ার কমরেড’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘যারা আমার পরিচিত সকলের সঙ্গে নাম জড়ান, এটি তাদের জন্য। আমি সিঙ্গেল। আর এটি উপভোগ করছি। যারা সিঙ্গেল থাকায় অভিযোগ করেন তাদের বলছি, বিশ্বাস করুন, যখন সিঙ্গেল থাকার বিষয়টি উপভোগ করতে শুরু করবেন,তখন ভালোবাসার মানুষটির কাছে আপনার মান বেড়ে যাবে।’

রাশমিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে আল্লু অর্জুন একজন ট্রাক ড্রাইভার। তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা।

শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ সিনেমায় ৬ মিনিটের একটি অ্যাকশন দৃশ্য রয়েছে। এর জন্য ৬ কোটি রুপি ব্যয় করছেন নির্মাতারা। করোনাভাইরাসের কারণে বর্তমানে ‘পুষ্পা’ সিনেমার শুটিং বন্ধ রয়েছে। খুব শিগগির সুকুমার পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়