অমর নায়ক সালমান শাহ, ফিরে আসে বেদনার দিন
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘ভালো আছি ভালো থেকো/আকাশের ঠিকানায় চিঠি লিখো’ এ গানের কথার মতোই অসংখ্য ভক্তরা প্রিয় নায়কের কাছে ভালোবাসা নিবেদন করেন আকাশের ঠিকানায়। অমর নায়ক সালমান শাহ ভক্তরা এখনও প্রিয় নায়কের স্মৃতি বয়ে বেড়ান রুপালি পর্দায়। ১৯৯০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো সালমান শাহ’র আবির্ভাব। মাত্র চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। বৃহস্পতি তুঙ্গে থাকা অবস্থাতেই সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
সালমান শাহকে হারানোর আজ ২৪ বছর। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পী সমিতি বিএফডিসিতে দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘অমর নায়ক সালমান শাহ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসরবাদ শিল্পী সমিতিতে কোরআন খতম ও তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।’
সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার আসল নাম শাহরিয়ার চৌধুরি ইমন। চলচ্চিত্রে এসে তার নাম সালমান শাহ রাখা হয়। ১৯৮৫ সালে ‘আকাশ ছোঁয়া’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। এ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেন মৌসুমী। সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে মৌসুমী মাত্র চারটি চলচ্চিত্রে কাজ করেন। এরপর প্রয়াত অভিনেতা ও পরিচালক জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ ও শাবনূর প্রথম জুটি বাঁধেন। শাবনূরের সঙ্গে সালমান শাহ মোট ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন।
ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ