ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

করোনায় আক্রান্ত মালাইকা আরোরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:২১, ৬ সেপ্টেম্বর ২০২০
করোনায় আক্রান্ত মালাইকা আরোরা

মালাইকা আরোরা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। রোববার (৬ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন মালাইকা।

এ অভিনেত্রী বলেন—হ্যাঁ, আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। আমি বাড়িতে আলাদা ঘরে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছি। খুব শিগগির সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো।

অন্যদিকে মালাইকার প্রেমিক বলিউড অভিনেতা অর্জুন কাপুরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই তথ্য জানান তিনি।

আরো পড়ুন:

অর্জুন কাপুর লিখেছেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি, এটি আপনাদের জানানো আমার দায়িত্ব। আমি ভালো আছি এবং কোনো উপসর্গ নেই। চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শে বাড়িতে আইসোলেশনে আছি। আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ। নিয়মিতভাবে আমার শারীরিক অবস্থার তথ্য জানাব। বর্তমানে অস্বাভাবিক ও অভূতপূর্ব এক সময় চলছে। আশা করছি মানবজাতি এই ভাইরাসকে জয় করতে পারবে।’

করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন ও শুটিং বন্ধ থাকায় দীর্ঘদিন ঘরেই সময় কাটিয়েছেন তারকারা। মালাইকা-অর্জুনও এই দলে ছিলেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়