ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মাদক কাণ্ডে ফাঁসতে পারেন ২৫ বলিউড তারকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:২৮, ৮ সেপ্টেম্বর ২০২০
মাদক কাণ্ডে ফাঁসতে পারেন ২৫ বলিউড তারকা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা দিন দিন নতুন মোড় নিচ্ছে। বের হয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এই অভিনেতার মাদক সেবনের বিষয়টি তদন্ত করতে গিয়ে এবার উঠে এসেছে ২৫ বলিউড তারকার নাম।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিশেষ টিম মাদকের সঙ্গে জড়িত এমন ২৫ জন বলিউড তারকার তালিকা তৈরি করেছে। অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক জিজ্ঞাসাবাদের সময় এই নামগুলো প্রকাশ করেন।

জানা গেছে, রিয়ার বাড়িতে যে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে তাতে ছবি ও ভিডিও দেখে এই তারকাদের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হয়েছে এনসিবি। খুব শিগগির এই ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

আরো পড়ুন:

ইতোমধ্যে মাদকের সঙ্গে জড়িত থাকায় সৌভিক, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, রাঁধুনী দিপেশ সাওয়ান্তসহ কয়েকজন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সু্শান্তের মাদক সেবনের বিষয়টি প্রকাশের সঙ্গে সঙ্গে এটি নিয়ে হইচই শুরু হয়। অভিনেত্রী কঙ্গনা রাণৌত বলিউডে মাদক সেবনের বিষয়টি নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন। 

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়