ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

শুটিংয়ে ফিরলেন মহেশ বাবু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৪৩, ২ নভেম্বর ২০২০
শুটিংয়ে ফিরলেন মহেশ বাবু

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো শুটিং শুরু হয়েছে। ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন অভিনয়শিল্পীরা। বিরতির পর শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা মহেশ বাবু।

বুধবার (৯ সেপ্টেম্বর) হায়দরাবাদের অণ্নপূর্ণা স্টুডিওটিতে একটি বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন মহেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শুটিং সেটে হলুদ রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরে আছেন এই অভিনেতা। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছেন তিনি।

করোনাভাইরাসের কারণে ভারতের লকডাউনের সময় ঘরেই ছিলেন মহেশ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভাইরাস নিয়ে নানা সচেতনামূলক পোস্টও করেছেন। গত ৯ আগস্ট ছিল এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিন উপলক্ষে ভক্তদের কোনো স্থানে জমায়েত না হওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

আরো পড়ুন:

মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। গত ৩১ আগস্ট এই সিনেমার পোস্টার প্রকাশ করেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন পরশুরাম। এতে মহেশের বিপরীতে অভিনয় করছেন কীর্তি সুরেশ। নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়