ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বিয়ে করলেন পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:০১, ১১ সেপ্টেম্বর ২০২০
বিয়ে করলেন পুনম পাণ্ডে

বিয়ে করলেন ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। দীর্ঘদিনের প্রেমিক স্যাম বম্বের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের খবর জানিয়েছেন এই জুটি। লেহেঙ্গা পরে কনে সাজে স্যামের সঙ্গে ছবি পোস্ট করে পুনম লিখেছেন, ‘সাত জনম তোমার সঙ্গে কাটানোর অপেক্ষায়।’ অন্যদিকে মেহেদি অনুষ্ঠানে তাদের ছবি পোস্ট করে স্যাম লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস বম্বে।’

করোনা মহামারির মধ্যেই গত জুলাইয়ে বাগদান সারেন এই জুটি। তখন থেকেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি ও ভিডিও প্রকাশ করে বেশি আলোচনায় থাকেন পুনম। ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় তার অভিষেক হয়। এতে একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন তিনি। এই সিনেমার সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করছেন নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক অমিত সাক্সেনা বলেন, “হ্যাঁ, আমরা সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছি। সম্ভবত আমি এটি পরিচালনা করব এবং ‘নাশা টু’ সিনেমাতেও পুনমকে পেলে খুশি হবো। আগেরটির সঙ্গে সিক্যুয়েলের গল্পের ধারাবাহিকতা থাকবে না তবে ‘নাশা’ সিনেমার মতো এতেও আবেদন থাকবে।”

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়