ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

অক্ষয়ের গোমূত্র পান নিয়ে তসলিমার প্রশ্ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২০
অক্ষয়ের গোমূত্র পান নিয়ে তসলিমার প্রশ্ন

গোমূত্র পান নিয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে কৌতূহল প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন: ‘অক্ষয় কুমার বলেছেন তিনি প্রতিদিন গোমূত্র পান করেন। এটা কি সত্যি?’

ব্রিটিশ ‘সারভাইভালিস্ট’ বিয়ার গ্রিলসের ‘ইনটু দি ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ের একটি পর্বে দেখা যাবে অক্ষয়কে। পর্বটি ডিসকভারি প্লাসে সম্প্রচার হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে বিয়ার গ্রিলসের সঙ্গে লাইভ আড্ডায় হাজির হয়েছিলেন অক্ষয়। এই অনুষ্ঠানে গোমূত্র পান করার বিষয়টি জানান তিনি।

আরো পড়ুন:

এদিকে অক্ষয়ের গোমূত্র পানের বিষয়টি অনেককেই অবাক করেছে। ভক্তরা দ্বিধায় পড়ে গেছেন। কারণ অক্ষয়ের স্বাস্থ্য এবং সমাজ সচেতন হিসেবে পরিচিতি রয়েছে। সমাজে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তিনি সিনেমাও করেছেন। তেমনই দুটি সিনেমা ‘প্যাডম্যান’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’। সেই অক্ষয়ের মুখে গোমূত্র পানের কথা শুনে অনেকে যেমন বিশ্বাস করতে পারছেন না। আবার অনেকেই ভিন্ন কথা বলছেন। 

তসলিমা নাসরিনের টুইটের কমেন্ট বক্সে একজন লিখেছেন: ‘অক্ষয় কুমার নিজে যখন একথা বলেছেন তখন এই তথ্য ভুল হতে পারে না।’

ঢাকা/মারুফ/তারা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়